রাঙামাটির লংগদুতে অর্থনৈতিক নিরাপত্তার (ইকোসেক প্রকল্প) আওতায় ৬৭ উপকার ভোগীকে জন প্রতি ৩০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট।
উপজেলার বগাচতর ইউনিয়নের জালিয়াপাড়া এলাকা বাসিন্দাদের মোট ২ লাখ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এ উপলক্ষে গত বুধবার উপজেলা সদরে হর্টিকালচার প্রশিক্ষণ সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে এত বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন, জেলা পরিষদের সদস্য আব্দুর রহীম, রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সহকারী পরিচালক মো. নুরুল করিম প্রমুখ।