রয়টার্স, বার্লিন
জার্মানিতে অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষ হলো অ্যঙ্গেলা ম্যার্কেলের যুগ। ১৬ বছর পর নতুন চ্যান্সেলর পেল দেশটি। গতকাল বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে এক গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে চ্যান্সেলর নির্বাচিত হন সোশ্যাল ডেমোক্র্যাট ওলাফ শলৎস। এরপর শপথ নেন ৬৩ বছর বয়সী সাবেক এই ভাইস চ্যান্সেলর এবং অর্থমন্ত্রী।
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও জোট গঠন করতে বেশ সময় লাগে সোশ্যাল ডেমোক্র্যাটদের। সম্প্রতি গ্রিন এবং এফডিপির সঙ্গে তাদের জোট হয়। এরপরই চ্যান্সেলর হওয়ার পথ সুগম হয় ওলাফ শলৎসের।