নোয়াখালীর চাটখিলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা খোয়ালেন পুলিশের সাবেক কর্মকর্তা। গতকাল বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।
উপজেলার নোয়াখলা গ্রামের অবসরপ্রাপ্ত রেলওয়ে পুলিশের কর্মকর্তা ওমর ফারুক (৭৫) গতকাল দুপুরে ইসলামী ব্যাংক চাটখিল শাখা থেকে ৫০ হাজার টাকা তোলেন। তিনি ব্যাংক থেকে বের হলে অজ্ঞান পার্টির সদস্যরা তাঁকে নেশা জাতীয় দ্রব্য শোঁকালে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁর সঙ্গে থাকা ৫০ হাজার টাকা নিয়ে তারা পালিয়ে যায়।
স্থানীয় লোকজন ওমর ফারুককে রাস্তায় পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান।
ওমর ফারুকের মেয়ের জামাতা জাকির হোসেন জানান, নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
চাটখিল হাসপাতালের চিকিৎসক শহিদুল ইসলাম নয়ন জানান, প্রতি মাসে এমন একাধিক ঘটনার শিকার লোকজন চিকিৎসা নিতে আসেন।