নীলফামারীর সৈয়দপুরে নারী কৃষকদের চার দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশের (রিইব) উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সাতক্ষীরা, বগুড়া এবং নীলফামারী এলাকার মোট ২১ জন কৃষক নারী অংশ নেন।
গতকাল রোববার শহরের বিমানবন্দর সড়কের ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্টে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা নারী বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আনিসুর রহমান।
স্বাগত বক্তব্য দেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী ও পরিচালক সুরাইয়া বেগম। উপস্থিত ছিলেন সংস্থার ট্রেনিং কর্মকর্তা মো. আরমান হোসাইন, প্রকল্পের গবেষণা সহকারী মো. আবুল ফজল প্রমুখ।
কর্মশালার প্রথম দিনে নারী স্কুল, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়নে জেন্ডার সচেতনতা, জেন্ডার ও উন্নয়ন, কৃষিতে নারীর কাজ ও শ্রম বিভাজন, নারী ক্ষমতায়নে স্থানীয় প্রশাসনের ভূমিকা, নারীর ভূমি মালিকানা ও খাস জমিতে নারী অধিকার এবং নারী সংগঠন সৃষ্টি বিষয়ে আলোচনা করা হয়।