হোম > ছাপা সংস্করণ

ভুসিতে কাঠের গুঁড়া অভিযোগ খামারির

ঝিকরগাছা প্রতিনিধি

ঝিকরগাছায় বিভিন্ন কোম্পানির গোখাদ্য গমের ভুসিতে কাঠের গুঁড়া পাওয়া যাচ্ছে বলে খামারিরা অভিযোগ তুলেছেন।

তাঁরা বলছেন, এসব খাদ্য গরুতে খেতে চায় না। যা-ও একটু খায় তাতে গবাদিপশু অসুস্থ হয়ে পড়ছে। এমন অবস্থায় গরুর খামারিরা দুশ্চিন্তায় পড়েছেন।

উপজেলার ছুটিপুর গ্রামের খামারি সজ্জেল আলী বলেন, ‘গত শনিবার ছুটিপুর বাজারে শহীদ নামের একজনের দোকান থেকে চার কেজি গমের ভুসি কিনে নিয়ে আসি। পর দিন গরুকে খেতে দেওয়ার সময় বুঝতে পারি, সেগুলোতে অনেক কাঠের গুঁড়া মিশ্রিত রয়েছে।’

অবসরপ্রাপ্ত সরকারি এই কর্মচারী আরও বলেন, ‘বিষয়টি পরীক্ষা করতে পরের দিন একই দোকান থেকে অন্য বস্তার দুই কেজি ভুসি ক্রয় কিনে আনি। সেখানেও গমের ভুসির পরিবর্তে ধানের কুড়া পাওয়া গেছে। এ জন্য বেশ কয়েক দিন ধরে এসব ভুসি গরু খাচ্ছে না।’

দোকানি শহীদুল ইসলাম শহীদ বলেন, ‘আমি বাজারের পাইকার আয়ুব হোসেনের কাছ থেকে ভুসি কিনে খুচরা বিক্রয় করি। আমার নিজেরও ছয়টি গরু আছে।’

শহীদুল ইসলাম শহীদ বলেন, ‘গত কয়েক দিন ধরে আমার নিজের গরুও এ ভুসি মুখে তুলছে না। আমি সাধারণত দুটি কোম্পানির ভুসি বিক্রি করি। এত নামীদামি কোম্পানির পণ্যে যদি ভেজাল থাকে তাহলে আমার কিছু করার নেই।’

উপজেলা বল্লা গ্রামের গরু পালনকারী আব্দুল মমিন বলেন, ‘কিছুদিন ধরে চিকন ভুসি কিনলেই তাতে ভেজাল পাওয়া যাচ্ছে। এতে গরুর অসুখ বিসুখ বেড়ে গেছে।’

একই গ্রামের নাসির উদ্দিন বলেন, ‘আমি নতুন বস্তা খুলে দোকান থেকে ভুসি নিয়ে গিয়েছি। সেখানেও কুড়া পেয়েছি।’

উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘নামীদামি কোম্পানির পণ্যে যদি ভেজাল থাকে, তাহলে আমরা অসহায় হয়ে যাই। ভেজাল খাদ্যে গবাদিপশুর অসুখ বিসুখ বেড়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ