হোম > ছাপা সংস্করণ

নীলফামারীতে শীতের সবজি গরিবের নাগালের বাইরে

নীলফামারী প্রতিনিধি

নতুন বছরের শুরুতেই বাজারে বেড়েছে শীতের সবজির দাম। ফলে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে এখন শীতের সবজি। তবে, বাজারে সবজির সরবরাহ ভালো থাকলেও দাম কমেনি সে অনুযায়ী। আগের চড়া দামেই বিক্রি হচ্ছে এমন অভিযোগ ভোক্তাদের।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজিতে ৪০ টাকা বেড়ে বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, শিম ১০ টাকা বেড়ে ৪০ টাকা, বেগুন ২০ টাকা বেড়ে ৫০ টাকা, টমেটো ২৫ টাকা বেড়ে ৬০ টাকা, মুলা ২০ টাকা বেড়ে ৩০ টাকা, ধুনে পাতা ৩০ টাকা বেড়ে ৬০ টাকা, মরিচ ১০ টাকা বেড়ে ৪০ টাকা। তবে, কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে পেঁয়াজ, আলু, শসা, পেঁপে ও কপিতে। এদিকে, বয়লার মুরগি কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বৃদ্ধি পেয়ে ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

নীলফামারী শহরের স্কুলশিক্ষক মহসিন আলী জানান, বাজারে শীতের ভরা মৌসুমে সবজির দাম যতটা কমার আশা করা হয়েছে সে অনুযায়ী কমেনি। অনেক সবজির দাম এখনো আগের মতোই চড়া। অনেক সবজির দাম এখনো বছরের অন্য সময়ের মতোই রয়ে গেছে।

সৈয়দপুর আধুনিক পৌর সবজি মার্কেটের ব্যবসায়ী কবিরুল ইসলাম জানান, গত এক সপ্তাহে ঘন কুয়াশার কারণে সবজি চাষিদের ফসলের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ