হোম > ছাপা সংস্করণ

অ্যানিমেশন সিনেমা মুজিব ভাই

মুক্তি পেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন চন্দন কুমার বর্মণ ও সোহেল মোহাম্মদ রানা। গতকাল রাজধানীর সীমান্ত সম্ভারে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার শো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রিমিয়ার শোর উদ্বোধন করেন।

এ সময় প্রতিমন্ত্রী পলক বলেন, ‘নতুন প্রজন্মের শিশু-কিশোরসহ সবার কাছে বঙ্গবন্ধুর জীবনের গল্প পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।তাদেরকে জানানোর জন্য অ্যানিমেশন চলচ্চিত্রের চেয়ে ভালো আর কোনো মাধ্যম হতে পারে না। নির্মাতারা বঙ্গবন্ধুর ছেলেবেলা এ অ্যানিমেশন চলচ্চিত্রে সুনিপণভাবে তুলে ধরেছেন। মা-বাবার আদরের খোকা কীভাবে বাংলার মানুষের কাছে মুজিব ভাই হয়ে উঠলেন, তাঁর জীবনসংগ্রাম এবং বিজয়ের সারমর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে চলচ্চিত্রটিতে।’

প্রিমিয়ার শোয়ে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাভেদ শফিউল্লাহ, মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, আইসিটি বিভাগের কর্মকর্তা ও সিনেমার কলাকুশলীরা।

মুজিব ভাই সিনেমার মূল কাহিনি লিখেছেন অজয় দাশগুপ্ত। সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন আদনান আদীব খান। প্রযোজনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। নির্বাহী প্রযোজকরা হলেন জিনাত ফারজানা, আরিফ মোহাম্মদ ও মো. শফিউল আলম। বিভিন্ন সিনেপ্লেক্স, ওটিটি প্ল্যাটফর্ম এবং বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যাবে অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ