মানিকগঞ্জের সিঙ্গাইরে অটোরিকশার ইঞ্জিনে চাদর পেঁচিয়ে কুদ্দুস আলী (৪৭) নামের এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস আলী বগুড়া জেলার শেরপুর উপজেলার জয়লা গ্রামের জামাল সরদারের ছেলে। তিনি ঢাকার সাভারের তেঁতুলঝোড়া এলাকায় ভাড়া থেকে সবজির ব্যবসা করতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে সিঙ্গাইরের জয়মন্টপ বাজার থেকে সবজি কিনে অটোরিকশায় করে তেঁতুলঝোড়ার উদ্দেশে রওনা হন কুদ্দুস। তিনি চালকের পাশের সিটে বসেছিলেন।
অটোরিকশাটি বাস্তা বাসস্ট্যান্ডে পৌঁছালে কুদ্দুস আলীর শরীরে থাকা চাদর অটোরিকশার ইঞ্জিনের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
সিঙ্গাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।