স্কটল্যান্ডের গ্লাসগোতে প্রায় শেষের দিকে আছে চলমান জলবায়ু শীর্ষ সম্মেলন (কপ-২৬)। কিন্তু সেখানে জলবায়ু বিপর্যয়ের প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে বিশ্বনেতাদের বিরুদ্ধে। ‘স্টপ এমিশনস নাও’ বাংলাদেশ নামের সামাজিক সংগঠনের অভিযোগ, সম্মেলনে নেতারা শুধু আলোচনাই করে গেছেন। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে কোনো পদক্ষেপ নেননি তাঁরা।
এ নিয়ে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। যেখানে দেখা যায়, একটি প্রতীকী জেলখানায় জীবজন্তুর মুখোশ পরে রয়েছে স্কুলের শিক্ষার্থীরা। তাদের গলায় ঝোলানো কাগজে লেখা, ওয়ার্ল্ড লিডার্স (বিশ্বনেতারা)। আয়োজকেরা জানান, জলবায়ু বিপর্যয় রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বিশ্বনেতাদের উদাসীনতা তুলে ধরতেই এমন প্রতিবাদ। জীবাশ্ম জ্বালানি বন্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানায় তারা।