বিশ্বের শীর্ষ ধনী সাতটি দেশের সংগঠন জি-৭ এর অর্থমন্ত্রীরা গতকাল যুক্তরাজ্যের লিভারপুল শহরে বৈঠক করেছেন। অন্য বিষয়ের মধ্যে রাশিয়ার সম্ভাব্য ইউক্রেন আক্রমণ নিয়ে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে আলোচনা করেছেন তাঁরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
ফ্রান্স, ইতালি, জার্মানি, জাপান, কানাডা, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নিয়ে গঠিত জি৭ নামের জোটটির অর্থনীতির আকার মোট বৈশ্বিক অর্থনীতির প্রায় দুই-তৃতীয়াংশ। দেশগুলো নিজেদের ‘গণতান্ত্রিক’ মূল্যবোধ অন্যদের ওপর চাপাতে চায়, যা নিয়ে রাশিয়া ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাদের মতবিরোধ বাড়ছে।
গতকালের বৈঠকের আগের দিন শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন সাক্ষাৎ করেছেন। তাঁরা রাশিয়ার ইউক্রেন আক্রমণের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।