টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার প্রতিষ্ঠানের কলেজ শাখায় এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার হোসেন।
সভায় উপস্থিতদের মধ্যে এ সময় বক্তব্য দেন অধ্যক্ষ মো. বজলুর রশীদ খান চুন্নু, আলোক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন, সাবেক শিক্ষক মো. আব্দুর রশিদ, গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুল আলীম, প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সিলেট বিভাগের পরিসংখ্যান কর্মকর্তা মো. আতিকুল কবীর, সিলেট জেলা জজ মো. নূরুল আমীন বিপ্লব, ওয়ালটনের পরিচালক মো. ফিরোজ আলম, সুনামগঞ্জ গারোবাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান সেলিমসহ বিভিন্ন ব্যক্তি।