নিষেধাজ্ঞার কারণে যশোরের বেনাপোল বন্দরে আটকে পড়া সয়াবিন মিল চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের পর গতকাল সকাল থেকে আটকে পড়া সয়াবিন মিলের ট্রাক শর্তসাপেক্ষে ভারতে ঢুকতে শুরু করে।
বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রপ্তানি চালু হলো। আটকে পড়া পণ্যবোঝাই ট্রাক যাতে দ্রুত ভারতে ঢুকতে পারে, তার জন্য কাস্টমস কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে। ৩১ অক্টোবরের পর নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, রপ্তানি নিষেধাজ্ঞায় বন্দরে আটকে পড়া সয়াবিন মিলের গেট পাস করা ছিল। ফলে বিপত্তিতে পড়েন রপ্তানিকারকেরা। এতে কিছুদিনের জন্য সুযোগ চাওয়া হয়। বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় আমলে নিয়ে নতুন করে নির্দেশনা জারি করে।