ডেঙ্গু আক্রান্ত আরও ১৭৯ জন গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল পর্যন্ত এ বছর ৮৭ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এর মধ্যে ৮০ ডেঙ্গু রোগী মারা গেছেন রাজধানীতে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টারের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ১৭৯ জনের মধ্যে ঢাকায় ১৫৪ জন এবং বাইরে ২৫ জন ভর্তি হয়েছেন। এ সময় একজনের মৃত্যু হয়েছে। আগের দিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৮৯ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৫৫ জন এবং বাইরে ৩৪ জন। শনিবার দুজনের মৃত্যু হয়েছিল।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল রোববার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ২২ হাজার ৪৯৮ জন হাসপাতালে ভর্তি হন। এসব রোগীর মধ্যে রাজধানীতে ভর্তি হন ১৯ হাজার ৩১৮ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ১৮০ জন। এ সময় সুস্থ হয়েছেন ২১ হাজার ৫৭১ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭ জন। এর মধ্যে রাজধানীতেই মারা গেছেন ৮০ জন। আর ৭ জন ঢাকার বাইরে। ডেঙ্গু আক্রান্ত মোট ৮৪০ জন রোগী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।