হোম > ছাপা সংস্করণ

তুচ্ছ ঘটনায় কেন্দুয়ায় কলেজছাত্রীর মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় গলায় ফাঁস দিয়ে হিসমা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী মারা গেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গত শনিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মেয়েটির মা থানায় অপমৃত্যুর মামলা করেছে।

হিসমা কেন্দুয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক (এইচএসসি) শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার চিরাং ইউনিয়নের চিরাং গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ছাত্রীটির পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন ধরে হিসমা আক্তারের শরীর ভালো যাচ্ছিল না। এতে তার লেখাপড়া ও সাংসারিক কাজেও অনীহা তৈরি হয়।

এ নিয়ে গত শুক্রবার বিকেলে হিসমার সঙ্গে তার মায়ের কথা-কাটাকাটি হয়। এরপর তার মা রান্নাঘরে কাজ করতে গেলে সে বসতঘরের পাশের একটি পরিত্যক্ত টিনের ঘরের দিকে যায়। একপর্যায়ে ওই পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে সন্ধ্যার দিকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিসমাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ গত শনিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেন্দুয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বদিউজ্জামান বকুল জানান, মেধাবী শিক্ষার্থী হিসমার মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ