রাজশাহীর পুঠিয়ায় ভেজাল ক্রিম কারখানায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫। এ সময় বিপুল পরিমাণ বিভিন্ন নামের ভেজাল ও অবৈধ ক্রিম জব্দ করা হয়। আর ভেজাল ক্রিম উৎপাদন করায় কারখানার মালিক মাসুদ রানাকে আটক করে এক বছরের সাজা দেওয়া হয়।
গত রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামজীবনপুর গ্রামের ওই ক্রিম কারখানায় অভিযান চালান র্যাব-৫-এর সদস্যরা।
আটক কারখানা মালিকের নাম মাসুদ রানা (৩৭)। তিনি উপজেলার রামজীবনপুর গ্রামের বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাস বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ওই কারখানায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন কোম্পানির মোড়ক ও ক্রিম তৈরির উপকরণ জব্দ করা হয়। পরে জব্দ করা মালামালগুলো ধ্বংস করা হয়। আর অবৈধ ও ভেজাল ক্রিম উৎপাদন করায় কারখানার মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।