ঢাকার ডেমরা থানা এলাকায় সোহেল রানা নামে এক যুবককে হত্যার মূল পরিকল্পনাকারী ও সহযোগীকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে আটক করছে পুলিশ।
গত সোমবার বিকেলে উপজেলার মধ্য তুষখালী গ্রামের বাড়ি থেকে আল আমীন ও নেত্রকোনা জেলার কদুয়া উপজেলার জাবরপুর গ্রামের আলমগীরের মেয়ে পুষ্প আক্তারকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কল) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘সোমবার দুপুরে ডিএমপি থেকে সোহেল রানা নামে এক যুবককে হত্যার একটি মেসেজ পাই। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে মধ্য তুষখালী থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের ডিএমপি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’
তিনি আরও বলেন, ‘সোহেল রানা তাঁর স্ত্রী সাথী ও ১ বছরের শিশু মেয়ে সাহিবা জান্নাত সিফাকে নিয়ে নওগাঁ জেলার মান্দা উপজেলার কুশুমবাহ গ্রাম থেকে ২৪ ডিসেম্বর ঢাকা এক আত্মীয়র বাসায় বেড়াত আসে। সেখান থেকে সোহেল রানা ২৫ ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। এর পর আর বাসায় ফেরেনি। পরবর্তীতে ২৬ ডিসেম্বর ডেমরা থানা–পুলিশ পূর্ব বক্সনগর একটি মাদ্রাসার নির্মাণাধীন ভবনের চিপাগলি থেকে সোহেল রানার লাশ উদ্ধার করে।