চট্টগ্রামের ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। গত শনিবার সন্ধ্যায় উপজেলার রোসাংগিরি ইউনিয়নের শীলেরহাট এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন।
আখতার উদ্দিন আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নৌকার প্রার্থী জয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই।’
পথসভায় আরও বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম তৌহিদুল আলম বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শফিউল আলম ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন দুলাল প্রমুখ।