হোম > ছাপা সংস্করণ

বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নান্দাইল প্রতিনিধি

নান্দাইলে ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম আব্দুল জব্বার (৬০)।

এ ব্যাপারে গত মঙ্গলবার শিশুটির পরিবার নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালের দিকে শিশুটির মা ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিল না। এই সুযোগে শিশুকে বাড়িতে একা পেয়ে আব্দুল জব্বার মিষ্টি কেনার টাকা দেবে বলে তাঁর বাড়িতে ডেকে নিয়ে যায়।

পরে মুখ ও হাত চেপে ধরে আব্দুল জব্বার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার দেয়। এ সময় আশপাশের লোকজন আসলে জব্বার পালিয়ে যায়।

এ খবর শুনে শিশুটির মা বাড়িতে এসে দেখেন সে কাঁদছে। পরে শিশুটি তার মাকে ঘটনার বিস্তারিত জানায়। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আব্দুল জব্বারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি পলাতক থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি।’ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বলে তিনি জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ