হোম > ছাপা সংস্করণ

পুলিশের অটোচালক ইয়াবাসহ গ্রেপ্তার

চৌদ্দগ্রাম প্রতিনিধি

চৌদ্দগ্রামে সাতটি ইয়াবা বড়িসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার সকালে তাঁকে আটক করা হয়। পরে মামলা শেষে সন্ধ্যায় থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তারের আগে তিনি পুলিশের টহল দলের সহযোগী হিসেবে নিয়োজিত ছিলেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবুল কালাম। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামের বাসিন্দা। পেশায় অটোরিকশাচালক।

চৌদ্দগ্রাম থানায় বিজিবির করা মামলায় শিবের বাজার ফাঁড়ির হাবিলদার আবদুল মান্নান উল্লেখ করেন, গত সোমবার সকালে তিনি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, কালিকাপুর ইউনিয়নের জামপুর সীমান্তে মাদকদ্রব্য নিয়ে একজন লোক মহাসড়কের দিকে আসছেন। পরে বিজিবি অভিযানে গেলে টের পেয়ে একজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে ধাওয়া করে আটকে দেহ তল্লাশি করে জিন্সের প্যান্টের বাম পকেট থেকে সাদা রঙের সাতটি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

এ ব্যাপারে থানায় আটক আবুল কালাম জানান, তিনি গত রোববার রাত থেকে গত সোমবার ভোর পর্যন্ত চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দলকে তাঁর সিএনজিচালিত অটোরিকশা করে টহলের কাজে নিয়োজিত ছিলেন। এ সময় তিনি মাদক কারবারিদের ধাওয়া করতে পুলিশকে সাহায্য করেন। টহল শেষ হলে পুলিশ সদস্যদের থানায় নামিয়ে দিয়ে বাড়ির উদ্দেশে চলে যান। পথে মাদক কারবারিরা তাঁকে মারধর করে আটকে রেখে শিবের বাজার বিজিবিকে খবর দেন। পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে এলে তাঁর হাতে ইয়াবা ধরিয়ে দিয়ে বিজিবির কাছে সোপর্দ করা হয়।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক নাসির উদ্দিন বলেন, আবুল কালাম নামের সিএনজিচালিত অটোরিকশাচালক গত রোববার থেকে গত সোমবার ভোর পর্যন্ত জামপুর এলাকায় পুলিশের টহলকাজে নিয়োজিত ছিলেন। এ সময় রাতে জামপুর এলাকায় মাদক কারবারিদের ধাওয়া করার জন্য আবুল কালামও পুলিশকে সহযোগিতা করেন। গত সোমবার সন্ধ্যায় বিজিবির হাবিলদার আবদুল মান্নান ইয়াবাসহ আবুল কালামকে থানায় হস্তান্তর করেন।

এ বিষয়ে মামলার বাদী বিজিবির শিবের বাজার ফাঁড়ির হাবিলদার আবদুল মান্নান বলেন, ‘আমরা আবুল কালামকে সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছি। কেউ তাঁকে আমাদের কাছে তুলে দেননি। এজাহারে বিস্তারিত উল্লেখ করা আছে।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, বিজিবির মামলার পরিপ্রেক্ষিতে সিএনজিচালিত অটোরিকশাচালক আবুল কালামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ