জৈন্তাপুর উপজেলার পূর্ব ও পশ্চিম গৌরীশঙ্কর এবং টিপরাখলার বাসিন্দাদের যোগাযোগব্যবস্থা আরও গতিশীল করতে নতুন রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এই রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছে।
উপজেলা পরিষদের তত্ত্বাবধানে এসব রাস্তার কাজ করা হচ্ছে বলে জানা গেছে। এর মধ্য দিয়ে তিন গ্রামের মানুষ দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের জন্য পূর্ব ও পশ্চিম গৌরীশঙ্কর এবং টিপরাখলার বাসিন্দারা দীর্ঘদিন ধরে একটি রাস্তা নির্মাণের দাবি জানিয়ে আসছিল। নির্বাচনের আগে এক উঠান বৈঠকে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ওই রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেন। সেই অনুযায়ী উপজেলার নিজপাট ইউপির ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য নতুন এই রাস্তার নির্মাণকাজ শুরু করা হয়েছে।
সরেজমিন দেখা গেছে, উপজেলার সর্ববৃহৎ রাজবাড়ী ফুটবল মাঠের পশ্চিম পাশ থেকে গৌরীশঙ্কর পর্যন্ত নতুন একটি রাস্তা ও সেতুর নির্মাণকাজ চলছে। রাজবাড়ী ফুটবল মাঠ থেকে গৌরীশঙ্কর পর্যন্ত প্রায় অর্ধকিলোমিটার রাস্তাটি নির্মাণ করা হবে। এর মধ্যে একটি সেতু নির্মাণ করা হয়েছে। রাস্তাটি সম্পন্ন করা হলে তিন গ্রামের বাসিন্দারা উপজেলা সদরে দ্রুত আসা-যাওয়া করতে পারবে।
বাবুল মিয়া, সুলেমান আহমদ, মোহাম্মদ আলীসহ অনেকেই বলেন, রাস্তাটির নির্মাণকাজ সম্পন্ন হলে উপজেলার সঙ্গে যোগাযোগ বাড়বে। বিকল্প রাস্তা হওয়ায় অন্যান্য গ্রামের লোকজন দ্রুত চলাচলের সুবিধা পাবে। অবহেলিত গ্রামের বাসিন্দাদের চলাচলের সুব্যবস্থা করার জন্য উপজেলা চেয়ারম্যানের এই উদ্যোগকে স্বাগত জানান তাঁরা।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, ‘উপজেলার বাসিন্দাদের আধুনিক সুবিধা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া মানুষের চলাচলের সুবিধার্থে যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবায় পরিবর্তন আনতে এবং ডিজিটাল উপজেলা গঠনে কাজ করছি।’