হোম > ছাপা সংস্করণ

কুয়াকাটায় আজ শুরু ‘বাংলাদেশ উৎসব’

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর সাগরকন্যাখ্যাত কুয়াকাটায় আজ শুক্রবার দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা, ২০২৩’ শুরু হচ্ছে। উৎসব সামনে রেখে কুয়াকাটায় পর্যটকদের টানতে হোটেল-মোটেল ও রিসোর্টের মালিকেরা ভাড়ায় ২০ থেকে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছেন।

মুজিব’স ক্যাম্পেইনের ধারাবাহিকতায় দেশের পর্যটনকে এগিয়ে নিতে বরিশাল বিভাগের সাগরকন্যাখ্যাত কুয়াকাটায় যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আগামীকাল শনিবার দুই দিনব্যাপী এই উৎসব শেষ হবে।

উৎসব সামনে রেখে আনন্দ বিরাজ করছে কুয়াকাটা সৈকতে। পর্যটকদের স্বাগত জানিয়ে হোটেল-মোটেল ও রিসোর্টের মালিকেরা ২০ শতাংশ থেকে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ট্যুর পরিচালকেরা ২ হাজার ১০০ টাকায় এক রাত ও দুই দিনের প্যাকেজ ঘোষণা করেছেন।

জানা গেছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাহাত আনোয়ার ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

উপজেলা প্রশাসন ও পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, দুই দিনের উৎসবের মধ্যে থাকছে সৈকতে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুস ওড়ানো, ঘুড়ি উৎসব, ফুটবল ও ভলিবল খেলা, রাখাইন নৃত্য, গান, পুতুলনাচ ইত্যাদি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ