হোম > ছাপা সংস্করণ

প্রচারে ব্যস্ত সদস্য প্রার্থীরা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের সখীপুরে প্রচারে ব্যস্ত সময় পার করছেন সদস্য পদের প্রার্থীরা। তাঁরা ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কুশল বিনিময় করছেন। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। চলছে নানা হিসাব-নিকাশ। দিন যত যাচ্ছে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মেরুকরণ ততই স্পষ্ট হচ্ছে। প্রত্যেক প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন, সে লক্ষ্যেই ভোটারদের কাছে যাচ্ছেন। আদায় করার চেষ্টা করছেন রাজনৈতিক নেতাদের সমর্থন। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফারুক।

জানা গেছে, জেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের সখীপুর থেকে দুজন মহিলা সদস্য ও তিনজন পুরুষ সদস্য প্রার্থী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। পুরুষ সদস্য পদে সখীপুর থেকে আ. হাই তালুকদার, খন্দকার কামরুল হাসান ও আনোয়ার তালুকদার প্রচারে রয়েছেন। মহিলা সদস্য পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক রুমা খান প্রচারে আছেন।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন প্রার্থীর মধ্যে খন্দকার কামরুল হাসান স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠজন। অন্যদিকে আ. হাই তালুকদার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের ঘনিষ্ঠজন হওয়ায় রাজনৈতিক নেতা-কর্মী, সমর্থক ও ভোটারেরা প্রকাশ্যে প্রচারে অংশ নিচ্ছেন না। এতে চিন্তায় পড়েছেন প্রার্থীরাও। তাঁরা বলছেন, ভোটাররা সবাইকেই আশা দিচ্ছেন। শেষ পর্যন্ত কাকে ভোট দেবেন তা স্পষ্ট করছেন না।

স্থানীয় কয়েকজন ইউপি চেয়ারম্যান, সদস্য ও কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, প্রার্থীরা নিয়মিতই কাছে আসছেন, ভোটপ্রার্থনা করছেন। সব প্রার্থীই আওয়ামী লীগের অনুসারী। তাই সিদ্ধান্ত নিতে একটু কষ্টই হচ্ছে বলা যায়। তাঁরা আরও বলেন, দেখা যাক, সময় যেহেতু আছে, ভেবেচিন্তে যোগ্য প্রার্থীকেই বেছে নিতে হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের ভোট। গত রোববার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, আর সোমবার প্রার্থিদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ