হোম > ছাপা সংস্করণ

চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শেখ মনিরুজ্জামানকে (৫০) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার বিকেলে ইতনা-রাধানগর গ্রামের বুড়ো ঠাকুরের গাছতলায় এ ঘটনা ঘটে।

আহত মনিরুজ্জামান চরদৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি ইতনা ইউপির সাবেক চেয়ারম্যান। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইতনা ইউপিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে মনিরুজ্জামান নিজে মোটরসাইকেলে করে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। ফাঁকা রাস্তায় তাঁর গতিরোধ করে তাঁর ওপর হামলা করে দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে তাঁর ওপর এই হামলা হয়েছে। তাঁর মাথায় লাঠির আঘাত এবং পেটে ধারালো অস্ত্রের কোপ রয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন বলেন, আহত মনিরুজ্জামান কাউকে শনাক্ত করতে পারেননি। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি্ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ