গ্রামের নাম নাজিরপাড়া। গ্রামটির ছোট বড় বিভিন্ন গাছ আর বাঁশঝাড়ে গড়ে উঠেছে পাখির বাসা। এক যুগেরও বেশি সময় ধরে এখানে বাস করছে ঝাঁকে ঝাঁকে পাখি। সারা দিন বিভিন্ন এলাকায় খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় পাখিগুলো। সময়মতো আবার ফিরে আসে নীড়ে। ভোরে পাখির ডাকে ঘুম ভাঙে গ্রামবাসীর। এমন মনোমুগ্ধকর কলতানে মুখর থাকে গোটা গ্রাম। পাখির এই অভয়াশ্রম গড়ে উঠেছে পঞ্চগড়ের বোদা পৌরসভার নাজিরপাড়া গ্রামের আশপাশে।
ওই গ্রামের বাসিন্দা আফসারুল ও জুয়েল জানান, প্রায় ১২/১৪ বছর আগে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এখানে বাসা বাঁধে। প্রতি বছরই এদের সংখ্যা বৃদ্ধি পায়। গ্রামে কোনো পাখি শিকারিকেও ঢুকতে দেওয়া হয় না।
বন্যপ্রাণী সংরক্ষক ও আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ বলেন, প্রতি বছর জুলাই-আগস্ট মাসের দিকে এসব পাখি আসে। ডিসেম্বরের দিকে আবার চলে যায়। যে এলাকায় খাদ্য শস্য বেশি রয়েছে পাখিরা সেই এলাকা প্রজননের জন্য বেছে নেয়। এখানে আসা পাখির মধ্যে রয়েছে শামুকখোল, পানকৌড়ি, রাত চোরা, ঘুঘু, মাঝলা বক, বড় বক, নিশি বকসহ দেশীয় প্রজাতির বিভিন্ন পাখি।
বোদা ইউএনও সোলেমান আলী বলেন, প্রশাসনের পক্ষ থেকে পাখিদের একটি অভয়াশ্রম গড়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।