বরিশাল প্রতিনিধি
কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডে বিএনপির কার্যালয়ের সামনে গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় জেলা কৃষক দলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দল সভাপতি এইচ এম মোহসিন আলমের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক সফিউল আলম সফু, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সিকদার প্রমুখ।