গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুটগুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় প্রথমে একটি ঝুটগুদামে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের আরও কয়েকটি ঝুটগুদামে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া আরও বলেন, এ সময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। আগুন বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।