নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে আগুনে তিনটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া গ্রামের মীরাপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা জানা যায়।
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুনের নিয়ন্ত্রণে আনেন। সৈয়দপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মাধব চন্দ্র রায় জানান, শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।