তারেক রহমান লন্ডনে বসে আর মির্জা ফখরুল ইসলাম প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে ক্ষমতায় বসার স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ এত ছোট ও দুর্বল সংগঠন নয় যে, আপনাদের হুমকিতে সরকারের পতন হয়ে যাবে।’
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনও অংশ নেন।