হোম > ছাপা সংস্করণ

১০ বাংলাদেশিকে ফেরাতে বিজিবির সহায়তা কামনা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

অনুপ্রবেশের পর ভারতের কৈলাশহরে আটকা পড়া ১০ বাংলাদেশিকে ফেরাতে বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) সহায়তা চেয়েছেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। গত সোমবার বিকেলে শ্রীমঙ্গলে বিজিবি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ সাহায্য চান।

এ সময় সাংসদ বলেন, বাংলাদেশী নাগরিকদের ফিরে আনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কথা বলা হবে।

ভারতের উত্তর ত্রীপুরা গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছর সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ ও পুলিশের হাতে আটক হয়েছে ১০ বাংলাদেশি। তাঁরা ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাশহর কারাগারে দীর্ঘ দিন কারাভোগ করেন। ইতিমধ্যে কারাভোগ শেষে হলেও বিভিন্ন আইনি জটিলতায় তারা দেশে ফিরতে পারছেন না। বর্তমানে তাদের কৈলাশহর স্যাটেলার হোমে রাখা হয়েছে।

আটক ১০ বাংলাদেশিরা হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার লালমতি রানী সরকার, একই উপজেলার খেলা রানী সরকার, জনতা রানী সরকার। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়পাশা ইউনিয়নের ইসমানন্দর আলী ওরফে মন্তাজ আলী, মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলার রাজন মিয়া ও সাহান আলী, একই ইউনিয়নের আহমেদ আলী, আব্দুল নান্টু মিয়া, কমলগঞ্জ উপজেলার ডবলছড়া চা-বাগানের রাজু মাদ্রাজী ও একই এলাকার শ্রী রানা সাঁওতাল।

কৈলাশহর থেকে প্রকাশিত দৈনিক উত্তর ত্রিপুরা পত্রিকার সম্পাদক মোহিত পাল ও সাংবাদিক দেবাশীষ দত্ত মুঠোফোনে জানান, ১০ বাংলাদেশি কারাভোগের পর তাঁদের নিরাপত্তার জন্য সেটলার হোমে রাখা হয়েছে। তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আগরতলার বাংলাদেশ কনস্যুলার অফিস মাধ্যমে মৌলভীবাজার-৪ আসনের সাংসদকে জানানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ