হোম > ছাপা সংস্করণ

চায়ের দেশে শীতের আমেজ

মৌলভীবাজার প্রতিনিধি

সবুজ পাতার খামের ভেতর হলুদ গাঁদা চিঠি লিখে, কোন পাথারের ওপার থেকে আনল ডেকে হেমন্তকে? কবি সুফিয়া কামালের কবিতার এই লাইনগুলো জানান দিচ্ছে হেমন্ত এসে গেছে। সকালের প্রথম রোদের মিষ্টি আভা বলে দেয় চায়ের দেশ খ্যাত মৌলভীবাজারে শীতের আগমনী।

রাত থেকে সকাল পর্যন্ত তাপমাত্রা নামতে থাকে। রোদ ওঠার সঙ্গে সঙ্গে পুনরায় তাপমাত্রা বেড়ে যায়।

শ্রীমঙ্গল আবহাওয়া কর্মকর্তা আনিসুর রহমান জানান, গতকাল মঙ্গলবার সকালে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তিনি জানান, মৌলভীবাজারে দেশের অন্যান্য জায়গা থেকে তাপমাত্রা সর্বনিম্ন থাকে। তবে এখন রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

এখন হেমন্ত কাল, তবুও প্রকৃতি প্রস্তুতি নিচ্ছে শীতকে স্বাগত জানাতে। শীত পড়তে শুরু করেছে গ্রাম-শহর সর্বত্র। সকালে কুয়াশার দেখা পাওয়া যায়, সঙ্গে হিমশীতল বাতাস। রোদ না ওঠা পর্যন্ত শীত কাবু করে রাখে।

মৌলভীবাজার শহর ঘুরে দেখা যায়, কুয়াশার চাদর ভেদ করে মানুষ বাড়ি থেকে বের হচ্ছে। এর মধ্যে শহরের মোড়ে মোড়ে বসা দিনমজুর মানুষগুলো শীতে জবুথবু হয়ে বসে আছেন। কেউ চা পান করছেন, কেউ ফুকছেন বিড়ি।

কথা হয় দিনমজুর মজমিল মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘শীত পড়ছে ধীরে ধীরে, তবে ঠান্ডা বাতাসটা ক্ষতিকর। এখন কাজ কাম ভালোই পাওয়া যায়। মাঝে তো করুণ অবস্থা গেছে। প্রতিদিন অপেক্ষায় থাকি কেউ এসে নিয়ে যাবে কাজে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ