হোম > ছাপা সংস্করণ

‘রেলক্রসিং নয় চাই আন্ডারপাস’

বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনা টু সাতক্ষীরা মহাসড়কের দারোগার ভিটা মোড়ে চলমান রেল লাইনের ক্রসিংয়ের কাজ বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী। এ কাজের পরিবর্তে আন্ডারপাস ও ওভারপাস করার দাবি জানান তারা। গত বৃহস্পতিবার দুপুরে খুলনাবাসীর ব্যানারে একটি মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে আসা শত শত সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন উন্নয়নকে সাধুবাদ জানাই। কিন্তু কাদের স্বার্থ হাসিল করতে রেল কর্তৃপক্ষ প্রাচীনতম নকশায় গুরুত্বপূর্ণ এই দুটি ব্যস্ততম সড়কের ওপর দিয়ে রেলক্রসিং করছেন এটা বোধগম্য নয়।

এই রেলক্রসিংয়ের কারণে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, মানুষের স্বার্থে রেল লাইন নির্মাণ করা হোক । তবে কেন সেই সাধারণ মানুষের ক্ষতি করতে রেল কর্তৃপক্ষ উঠেপড়ে লেগেছেন। বক্তারা দ্রুত নকশা পরিবর্তন করে আধুনিক মানের নকশা করে এখানে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করার জোর দাবি জানান।

মানববন্ধনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল আলম খান বলেন, জনগণের উপকার করছে সরকার। সে জন্য আমি জনগণের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আমাদের উন্নয়নের জন্য কাজ করছেন। কিন্তু রেলের কিছু ভুলের কারণে জনগুরুত্বপূর্ণ এই ঠিকরাবাদ ও দারোগারভিটা মোড়ে মান্দাতার আমলের নিয়মে রেলক্রসিং না করে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করে কাজটি দ্রুত শেষ করা হোক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মণ্ডল, চেয়ারম্যান আতিকুজ্জামান আশিক, মিজানুর রহমান, মিলন গোলদার, আসাবুর রহমান, হাদি উজ জামান হাদী, মানস পাল, অনুপ গোলদার, বিএম মাসুদ রানা, শেখ মো. ওয়াহিদুর রহমান, অহিদুল ইসলাম, আসলাম তালুকদার, প্রকাশ রায় প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ