আবাহনীর হয়ে গতকাল প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ডারিলটন গোমেজ। গতকাল স্বাধীনতা কাপে ডারিলটনের জোড়া আর আরেক ব্রাজিলিয়ান রাফায়েল অগুস্তোর গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ৩-১ গোলের জয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে টুর্নামেন্টের শেষ আটে উঠেছে আবাহনী।
কমলাপুরে গতকাল টুটুল হোসেন বাদশাহর আত্মঘাতী গোলে ১৫ মিনিটে পিছিয়ে পড়ে আবাহনী। দুই মিনিট পরই পেনাল্টি থেকে সেই গোল শোধ দেন ডারিলটন। ৫০ মিনিটে স্বদেশি রাফায়েল অগুস্তোর সঙ্গে বোঝাপড়ায় করেছেন দারুণ আরেক গোল। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে আবাহনীর ব্যবধান বাড়ান রাফায়েল। দুই জয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়েছে আবাহনী। এই গ্রুপে রানার্সআপ হয়েছে নবাগত স্বাধীনতা।