হোম > ছাপা সংস্করণ

কাজি অসুস্থ, কাবিননামা পেতে ভোগান্তিতে মানুষ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ার মহিপুর সদর ইউনিয়নের নিয়োগপ্রাপ্ত কাজি ছাড়াই চলছে বিবাহ নিবন্ধন। বিবাহ নিবন্ধনের কাগজ নিয়ে চলছে নানা রকম টালবাহানা। এতে প্রতারণার শিকার হচ্ছেন অনেক নবদম্পতি।

জরুরি প্রয়োজনে টাকার বিনিময়েও পাচ্ছেন না কাবিননামা। এমন একাধিক অভিযোগ পাওয়া গেছে মহিপুর ইউনিয়নের নিয়োগপ্রাপ্ত কাজির সহযোগী পরিচয় দেওয়া মো. মাহাতাব উদ্দিনের বিরুদ্ধে।

জানা গেছে, মহিপুর ইউনিয়নের নিয়োগপ্রাপ্ত কাজি মাওলানা আবুল কালাম দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তিনি অসুস্থ থাকায় তাঁর সহযোগী পরিচয় দিয়ে মাওলানা মাহাতাব উদ্দিন এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু কোনোরকম বৈধতা ছাড়াই বিবাহ নিবন্ধন করে যাচ্ছেন তিনি।

মহিপুর ইউনিয়নের ভুক্তভোগী মো. আল আমিন জানান, জরুরি প্রয়োজন হওয়ায় কাজি অফিসে গিয়ে তিনি মাওলানা মাহাতাবকে পেয়েছেন। কিন্তু কয়েকবার যাওয়ার পরও তিনি কাগজ দিচ্ছেন না। এখন জানাচ্ছেন, কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না।

অপর ভুক্তভোগী রুমানা আক্তার বলেন, ‘২০১৭ সালে এই অফিসে আমাদের বিয়ে হয়েছে। জরুরি প্রয়োজনে কাগজ আনতে গেলে উপস্থিত মাওলানা মাহাতাব ৫০০ টাকা নিয়ে বলেন, সব বালাম খোঁজ করেছেন তিনি। কিন্তু বালামে আমার নাম ওঠেনি।’

এ ব্যাপারে অভিযুক্ত মাওলানা মাহাতাব বলেন, ‘আমি বিবাহ নিবন্ধন কাজের সঙ্গে যুক্ত নই।’ তাঁকে ভুক্তভোগীদের উদাহরণ দেওয়া হলে তিনি বলেন, ‘আগে করতাম। কিন্তু এখন করি না। মানুষের প্রয়োজন অনুযায়ী অফিসে আসি। এ ছাড়া কোনো কাগজে আমি স্বাক্ষর করি না।’

কলাপাড়া সাব–রেজিস্ট্রি অফিসের পেশকার মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত কাজি আবুল কালাম শারীরিকভাবে খুবই অসুস্থ। তিনি কোনো স্বাক্ষর দিতে পারেন না। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদন শিগগিরই জেলা অফিসে পাঠাব।’

জেলা রেজিস্ট্রার মহসিন আলম জানান, এ বিষয়ে তদন্ত চলছে। খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ