গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে নষ্ট হচ্ছে আবাদি জমি। ঝুঁকিতে আছে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, মসজিদ, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কোনো কাজ হচ্ছে না। উল্টো হয়রানির শিকার হতে হচ্ছে। অন্যদিকে প্রশাসন বলছে, বালু উত্তোলনে অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, উপজেলার তারাপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চল চর খোর্দ্দা ও লাটশালা এলাকায় ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজ চলছে।
বেক্সিমকো পাওয়ার কোম্পানি লিমিটেড এবং চীনের টিবিইএ জিনজিয়াং সানওয়েসিস কোম্পানি লিমিটেডের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান তিস্তা সোলার লিমিটেড কাজটি বাস্তবায়ন করছে।
এ বিষয়ে কোম্পানির প্রধান প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান বালু তোলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওখানে একটি হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদ করা হবে। সে কারণে ওখানে একটি পুকুর দরকার। তাই এটি করা হচ্ছে। বালু উত্তোলনে অনুমোদন আছে কি না, জানতে চাইলে স্পষ্ট কোনো উত্তর দেননি তিনি।
ইউএনও মোহাম্মদ-আল-মারুফ বলেন, ‘অভিযোগ পেয়েছি। দু-এক দিনের মধ্যে অভিযান চালানো হবে।’