হোম > ছাপা সংস্করণ

রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা

কিশোরগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা দেওয়া হয়েছে। আমদের প্রতিনিধিদের পাঠানো খবর:

পাকুন্দিয়া: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় শাহানা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন করায় ছামিরা বেগম, সফল জননী নারী হিসেবে মাহমুদা জেসমিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় মদিনা বেগমকে ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রোমা আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়।

হোসেনপুর: কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে।

সভায় জীবনসংগ্রামে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী কাজী আছমা বেগম, সফল জননী নারী রেনুয়ারা, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী মোসা মেহেরুন্নেছা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু বলেছেন যে নারী তানিয়া আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় লায়লাকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

ভৈরব: ভৈরবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সম্মাননা দেওয়া হয়েছে।

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শারমীন আক্তার জুঁইকে, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় লামিয়া রহমান চৈতীকে, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন করায় নূর-ই লায়লাকে, সফল জননী নারী হিসেবে জাহানারা বেগমকে এবং নির্যাতন বিভীষিকার মুখে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় হামিদা বেগমকে এই জয়িতা সংবর্ধনা দেওয়া হয়।

পলাশ: নরসিংদীর পলাশে ৫ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ সংবর্ধনা দেওয়া হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে তাহমিনা আক্তার লাইলী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসাবে সৈয়দা ফারহানা আক্তার, সফল জননী নারী হিসাবে মাকলছা বগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী হিসেবে নাজমা খানম, সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখার জন্য সাফিনা রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ