হোম > ছাপা সংস্করণ

শেষ হলো ভারতের ১৪ রাজ্যের উপনির্বাচন

কলকাতা প্রতিনিধি

উত্তেজনা থাকলেও নির্বিঘ্নেই শেষ হয়েছে ভারতের ১৪টি রাজ্যের ৩টি লোকসভা ও ২৯টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ। দেশটির নির্বাচন কমিশনের দাবি, গতকাল অনুষ্ঠিত ১৪ রাজ্যের এ নির্বাচনে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তবে কয়েকটি রাজ্যে ভোটে কারচুপির অভিযোগ উঠেছে। ভোট গণনা হবে আগামী মঙ্গলবার (২ নভেম্বর)।

বিজেপি সাংসদের মৃত্যুতে মধ্যপ্রদেশ ও হিমাচল প্রদেশের একটি করে আসনে এবং নির্দল সাংসদের মৃত্যুতে দাদরা ও নগর হাভেলি আসনে লোকসভা উপনির্বাচন হয় গতকাল শনিবার। বিধানসভার সবচেয়ে বেশি আসনে ভোট হয় আসামে। আসামের ৫টি আসনের পরই রয়েছে পশ্চিমবঙ্গের ৪টি বিধানসভা কেন্দ্র।

তবে আসামে কংগ্রেস এবং পশ্চিমবঙ্গে বিজেপি ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ করেছে। যদিও পশ্চিমবঙ্গে তৃণমূল সব আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী। গত বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে এই চারটি আসনের মধ্যে দুটি বিজেপি ও দুটি পেয়েছিল তৃণমূল।

পশ্চিমবঙ্গের উপনির্বাচনে উত্তেজনা ছিল তুঙ্গে। বিজেপির অভিযোগ, বাংলাদেশ থেকে ভুয়া ভোটার নিয়ে এসেছে তৃণমূল। আর বিজেপিই অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। আসামে ৫টি আসনের মধ্যে ৪টিই ছিল কংগ্রেস জোটের দখলে। কিন্তু দলবদলের ফলে বিজেপি ৫টিতেই জিততে মরিয়া।

বিজেপির উত্থানে কংগ্রেস দায়ী

ভারতীয় রাজনীতিতে বিজেপির উত্থানের জন্য কংগ্রেসকে দায়ী করেছেন তৃণমূল সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল গোয়ায় এক দলীয় সমাবেশে তিনি বলেন, ‘এখানে কংগ্রেস-বিজেপি আপস করে, সমঝোতা করে। কিন্তু আমরা চাই না ভোট ভাগাভাগি হোক।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ