শেরপুরের নালিতাবাড়ীতে অভিযানে পাঁচ বোতল বিদেশি মদসহ কাঞ্চন মারাক (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত রোববার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী বারোমারি মিশন সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নালিতাবাড়ী থানায় মামলা করে র্যাব। ওই দিনেই পুলিশ তাঁকে আদালতে পাঠায়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কাঞ্চন মারাক পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের সেকেন্দ্র দালবতের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় র্যাব নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বারোমারী মিশনের পাশে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পাঁচ বোতল বিদেশি মদসহ কাঞ্চন মারাক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, এ ঘটনায় কাঞ্চন মারাকের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা করা হয়েছে। আটকের পর তাঁকে থানায় সোপর্দ করা হয়।