হোম > ছাপা সংস্করণ

মতলবে ১৬ হাজার লিটার ডিজেল জব্দ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরে উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড এবং নৌ পুলিশের যৌথ অভিযানে ১৫ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার দশানী গ্রামের মেঘনা নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসান।

অভিযান সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে মেঘনা নদীর তীরে অবৈধভাবেভাবে বিভিন্ন জাহাজের ডিজেল সংগ্রহ করে বিক্রি করা হয়। এ জন্য গত মঙ্গলবার অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কোস্ট গার্ডের চাঁদপুর আঞ্চলিক স্টেশন কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান উপস্থিত ছিলেন।

মঙ্গলবার ভোর থেকে অভিযানে নামেন উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড এবং নৌ পুলিশের মোহনপুর ইউনিট। অভিযান চলে সকাল ১০টা পর্যন্ত। এ সময় ১৫ হাজার ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। যার বাজার মূল্য ১৩ লাখ ২৭ হাজার ২০০ টাকা। জব্দ ডিজেল কোস্ট গার্ডের হেফাজতে দেওয়া হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান বলেন, ‘অভিযান পরিচালনা করে আমরা ১৩ লাখ ২৭ হাজার ২০০ টাকা মূল্যের ১৫ হাজার ৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছি। যে কোন অবৈধ জিনিসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। আইনের বাইরে কোন কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ