নওগাঁর মান্দায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত চারজনসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুস সোবহান, বানিসর গ্রামের সোহেল রানা, কালিসফা গুচ্ছগ্রামের আব্দুল কুদ্দুস, ঘাটকৈর গ্রামের মনোরঞ্জন মণ্ডল ও কাঞ্চন চন্দ্র মণ্ডল ।
পাঁচজনের মধ্যে আব্দুল কুদ্দুস গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, গ্রেপ্তারকৃত চারজন বিভিন্ন মেয়াদের দণ্ডপ্রাপ্ত আসামি। সাজার পর থেকে তাঁরা পলাতক ছিলেন। বাকি একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল সোমবার তাঁদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।