হোম > ছাপা সংস্করণ

বই দেখে পাখি চেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাখি দেখতে আমরা সবাই ভালোবাসি। কী সুন্দর রঙিন পালক! নীল আকাশে উড়ে বেড়ানোর সময় তাদের গায়ে লাগে সোনালি রোদ। তোমারও ইচ্ছে করে তেমন করে উড়তে? মানুষের পক্ষে আকাশে ওড়া সম্ভব না হলেও পাখিদের বিচিত্র গল্প শুনতে তোমার ভালো লাগবে।

বইমেলায় নতুন বই এসেছে পাখি নিয়ে। লিখেছেন আমাদের দেশের বরেণ্য পাখিবিশারদ ইনাম আল হক। বইটির নাম ‘রূপসী বাংলার পাখি’। ইনাম আল হক মানেই পাখির গল্প, পাখির সঙ্গে পরিবেশ আর তোমারও গল্প। বউ কথা কও, পাপিয়া, শালিক, দোয়েল, কোকিল, টিয়া, ঘুঘু, ময়না, শকুন, ইগল, ডাহুক, ময়ূর, শঙ্খচিল, বুলবুল, লক্ষ্মীপ্যাঁচা এই পাখিগুলো আমাদের কীভাবে উপকার করে, জানো?

যে মাছের রোগ হয় সেগুলোই ধরে ধরে খায় কুরা ইগল। তাই সুস্থ মাছের মধ্যে রোগ ছড়ায় না। মাছ ছাড়াও সাপ, ইঁদুর, গিরগিটি কিংবা ব্যাঙও খায় কুরা ঈগল।

গাছের ডালে কখনো হলুদ রঙের পাখি দেখেছ? কালো ও হলুদ রঙের পাখিটির নাম হলো বেনেবউ। এরা বর্ষাকালে ডাকে। দোয়েল পাখি তো অনেক দেখো, কখনো খেয়াল করেছ কি, এটা নিজেদের ডানা খুলে আবার বন্ধ করে একটা খেলা খেলে। এই খেলা তুমি দেখলে তুমিও মজা পাবে।

মেছো প্যাঁচা কত দিন বাঁচে? ৩০ বছর। জেনে মজা পাবে, এ পাখিটি যুগ যুগ ধরে একই জায়গায় থাকে। শ্যামা ঘুঘুর ঠোঁট টুকটুকে লাল। এই পাখি কিন্তু বাঁশঝাড় থেকেই খাবার পায়, বাঁশঝাড়ের খাবার ছাড়া তারা বাঁচতেও পারবে না।

বইটি প্রকাশ করেছে টুনটুনি প্রকাশন। দাম ৩০০ টাকা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ