হোম > ছাপা সংস্করণ

সৈয়দপুরে মুরগির বেশি দামে বিপাকে ক্রেতা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে অস্বাভাবিক হারে বেড়েছে সব ধরনের মুরগির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলায় মুরগির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন। জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর উপসহকারী পরিচালক বোরহান উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, বাজারদর পর্যবেক্ষণ করা হবে। কারসাজি করে বাজারদর বৃদ্ধির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

গতকাল মঙ্গলবার শহরের রেলওয়ে কারখানা গেট বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা কেজি দরে। আগে এর দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা দরে, যা আগে ছিল ২৩০ থেকে ২৪০ টাকার মধ্যে। লেয়ার মুরগি ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগের দাম ছিল ১৮০ থেকে ১৯০ টাকা, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪২০ টাকায়, যা এক সপ্তাহ আগে বিক্রি হতো ৩৬০ থেকে ৩৮০ টাকায়।

শহরের সাহেবপাড়া এলাকার বাসিন্দা মোতাহার হোসেন বলেন, `বাজারে মুরগি কিনতে এসে দাম শুনে অবাক হয়ে গেছি। গত পাঁচ দিনের ব্যবধানে কেজিপ্রতি ২০-৪০ টাকা বেড়েছে। বিক্রেতারা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছেন।’

বিলকিস বানু নামে আরেক ক্রেতা বলেন, `আমার স্বামী একটা বেসরকারি প্রতিষ্ঠানে অল্প বেতনে চাকরি করেন। কিন্তু মুরগির দাম হিসাবের বাইরে চলে গেছে। দাম কমাতে প্রশাসনের নজরদারি ও শক্ত পদক্ষেপ জরুরি।’

এদিকে উপজেলার খামারিরা বলেন, লকডাউনের সময় অনেক লোকসান হয়েছে। এ ছাড়া মুরগির খাদ্যের দাম প্রতি বস্তায় কয়েক দিনের ব্যবধানে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে। এ জন্য সরকারি নজরদারির অভাব দায়ী। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় মুরগির দাম বেড়েছে। এখন দাম কমে গেলে লোকসানে পড়তে হবে।

গোলাহাট বাজারের মুরগি বিক্রেতা জাহাঙ্গীর হোসেন বলেন, `বর্তমানে মুরগির খাদ্যের দাম বেশি। কম দামে মুরগি পাওয়া যাচ্ছে না। এ জন্য বাজারে মুরগির আমদানি কমে গেছে। তাই দামও বেড়ে গেছে।’

ওয়াসিম হোসেন নামে আরেক ব্যবসায়ী বলেন, ‘খামারে দাম বাড়লে খুচরা বাজারে দাম বাড়বে, এটাই স্বাভাবিক। এ ছাড়া এখন বনভোজন, বিয়ে ও সামাজিক অনুষ্ঠান বেশি হচ্ছে। এ জন্য চাহিদাও বেড়েছে। তাই দাম বেড়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ