আচরণে-উচ্চারণে এবং ব্যবহারে-শিষ্টাচারে উন্নত ব্যক্তিত্ব গঠনের তাগিদ দেয় ইসলাম। জীবনের সর্বক্ষেত্রে মার্জিত আচরণ আভিজাত্যের প্রতীক। মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও বেশ কিছু শিষ্টাচার রয়েছে, যার একটি হাসিমুখে প্রাণবন্ত হয়ে কথা বলা। এতে শ্রোতা যেমন সন্তুষ্ট হয়, আল্লাহও সন্তুষ্ট হন। হাসিমুখে কথা বলার মাধ্যমে দান-সদকার সওয়াব পাওয়া যায়।
‘হাসিমুখে কথা বলা সদকা’ ঘোষণা দিয়ে মহানবী (সা.) বলেন, ‘প্রতিটি ভালো কাজ সদকা। আর গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ হলো অন্য ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা।’ (তিরমিজি) অর্থাৎ, প্রতিটি ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাঁর বান্দাকে পরকালে পুরস্কৃত করবেন। আর মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলা অসংখ্য ভালো কাজের একটি।
আমরা প্রতিনিয়তই অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ করি। সবার সঙ্গে হাসিমুখে আগ্রহভরে কথা বলা উচিত। কথা বলার সময়-সুযোগ না থাকলে অন্তত একটি মুচকি হাসি দিলে তাও সদকা হিসেবে গণ্য হবে। মহানবী (সা.) বলেন, ‘তোমার ভাইয়ের সাক্ষাতে মুচকি হাসাও একটি সদকা।’ (তিরমিজি)