চট্টগ্রামে ড্রেনে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহরীন মাহবুব সাদিয়ার মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই এলাকার প্রকৃত অবস্থা কেমন তা জানিয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উন্নয়নমূলক কাজ চলার সময় পথচারীদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। আইন ও সালিশ কেন্দ্র (আসক), সিসিবি ফাউন্ডেশন এবং সাদিয়ার মামা জাহিদ উদ্দিন বেলালের পক্ষে ব্যারিস্টার অনিক আর হক ওই রিট দায়ের করেন।
ড্রেনে পড়ে সবজি বিক্রেতা ছালেহ আহমেদ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহরীন মাহবুব সাদিয়ার মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দিতে গত ১৯ অক্টোবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে ওই দুজনের মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কী ব্যবস্থা নিয়েছে তা জানাতে বলা হয়েছিল। এ ছাড়া এই ধরনের দুর্ঘটনা রোধে বিবাদীরা কী ব্যবস্থা নিয়েছেন, সে রিপোর্ট প্রকাশ করতে বলা হয়।