চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
‘সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ এই প্রতিপাদ্যে সামাজিক প্রতিরোধ কমিটি কুড়িগ্রামের উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা সমিতি জেলা শাখার সভাপতি রওশন আরা চৌধুরী, সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আনছার প্রমুখ।