হোম > ছাপা সংস্করণ

বীজ ও সার বিতরণে অনিয়মের অভিযোগ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদনে কৃষকদের জন্য বরাদ্দকৃত প্রণোদনার বীজ ও সার বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত কৃষকদের বাদ দিয়ে জনপ্রতিনিধি ও তাদের স্বজনদের নামে তালিকা তৈরি করে চলছে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম।

জনপ্রতিনিধি ও কৃষি অফিসের লোকজনের যোগসাজশে মাস্টার রোলের স্বাক্ষর ও টিপসহি জাল করে ১৫-২০ জন কৃষকের বরাদ্দ একজনেই উত্তোলন করে নিয়ে যাচ্ছে। তবে বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এফ এম মোবারক আলী।

মদন কৃষি অফিস সূত্রে জানা গেছে, মদন উপজেলায় ২৯ হাজার ৮৩১ কৃষক পরিবার রয়েছে। রবি শস্য, বোরো আবাদের বীজ-সার প্রণোদনার আওতায় এসেছে ৭ হাজার ১৬০ কৃষক পরিবার। এরই মধ্যে উফশী প্রণোদনার আওতায় ২ হাজার ২০০ কৃষকের জন্য ১১ মেট্রিকটন বীজ, এমওপি ২২ মেট্রিকটন ও ডিএপি ২২ মেট্রিকটন স্যার বরাদ্দ রয়েছে। প্রত্যেক কৃষক পাবেন ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি স্যার। রয়েছে।

গত বুধবার ও বৃহস্পতিবার মদন কৃষি অফিস ঘুরে দেখা গেছে, অনিয়মের মধ্যে দিয়ে প্রণোদনার বীজ সার বিতরণ করা হয়েছে। জনপ্রতিনিধি ও কৃষি অফিসের লোকজনের যোগসাজশে মাস্টার রোলের স্বাক্ষর ও টিপসহি জাল করে ১০-১৫ জন কৃষকের বরাদ্দের বীজ-সার একজনেই উত্তোলন করে নিয়ে যাচ্ছেন। মাস্টার রোলে নারীদের ছবি ও জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে বীজ সার উত্তোলন করে বিক্রিও করেছেন।

প্রণোদনার বীজ-সার নিতে আসা রুদ্রশ্রী গ্রামের কৃষক রুবেল মিয়া বলেন, একজন নেতা এসে একাই ১০-১৫ জন কৃষকের বীজ-সার উত্তোলন করে নিয়ে গেছে। বিষয়টি কৃষি অফিসের লোকজনদের বললে তারা বলেন, আওয়ামী লীগ নেতাদের স্বাক্ষরের দাম আছে। তাই একাই নিয়ে গেছে। একাধিক ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, দূর-দুরান্ত এলাকা থেকে অনেক কৃষকেই আসেন না। জন প্রতিনিধি ও স্থানীয় নেতারা অনেকেই বীজ-সার নিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে মদন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আমি নিজে উপস্থিত থেকে স্বচ্ছতার সঙ্গে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ-সার বিতরণ করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, বীজ-সার কারো মাধ্যমে না দিয়ে সরাসরি কৃষকদের হাতে দেওয়ার জন্য বলা হয়েছে। যদি বিতরণে অনিয়ম হয় তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এফ এম মোবারক আলী জানান, বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ