হোম > ছাপা সংস্করণ

স্কুলে ফিরে উচ্ছ্বাস শিশুদের

সিলেট প্রতিনিধি

সিলেট নগরীর পাঠানটুলার স্কলার্স হোম স্কুলে গত বছরের ডিসেম্বরে প্লে শ্রেণিতে ভর্তি হয় মারিয়াম আহমেদ আয়াত। করোনার বিধিনিষেধের কারণে জানুয়ারি থেকে অনলাইনে ক্লাস শুরু করে সে। কিন্তু এই অনলাইন ক্লাসে যেন মন ভরছিল না তার। কারণ, আয়াত স্কুলড্রেস পরে বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যেতে চায়। তাই গতকাল প্রাক্-প্রাথমিকের সশরীর পাঠদান শুরু হওয়ায় আয়াতের খুশির যেন সীমা নেই! সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলড্রেস পরে বাবার সঙ্গে নতুন উচ্ছ্বাসে স্কুলে যায় সে।

শুধু আয়াতই নয়, তার মতো প্রথমবার সশরীর ক্লাসে এসে উচ্ছ্বসিত সব প্রাক্-প্রাথমিকের শিক্ষার্থী। পুরোদমে ক্লাস শুরুর ঘোষণায় শিশুদের চোখেমুখে ছিল খুশির ঝিলিক। শিশুদের খুশিতে উচ্ছ্বসিত ছিল তাদের অভিভাবকেরাও।

আয়াতের বাবা মারুফ আহমেদ বেসরকারি একটি টিভি চ্যানেলের স্টাফ করেসপনডেন্ট হিসেবে কর্মরত। মারুফ আহমেদ বলেন, স্কুলে ভর্তি হলেও আমার মেয়ে ক্লাসের আনন্দ পাচ্ছিল না। সে সবসময় স্কুলে যেতে চাইত। তাই বিদ্যালয় খোলার খবর পেয়েই সে উচ্ছ্বসিত হয়ে পড়েছে। মেয়েকে প্রথম ক্লাসে নিয়ে আসতে পেরে আমিও অনেক আনন্দিত।’

এদিকে সারা দেশের মতো সিলেটে পুরোদমে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিশিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের স্কুল-কলেজে পুরোদমে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়। তাই সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের আগমনে মুখর হয়ে ওঠে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। শুধু তা-ই নয়, টানা দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকেও গতকাল থেকে সশরীরে পাঠদান শুরু হয়েছে। এই কচিকাঁচাদের জন্য শিক্ষকেরা আয়োজন করেন শিশুবরণ উৎসব। তবে পাঠদান চালু হলেও এখনই প্রতিদিন ক্লাসে আসবে না প্রাক-প্রাথমিকের শিশুরা। সপ্তাহে দুই দিন (রোব ও মঙ্গলবার) ক্লাসে অংশ নেবে তারা।

গতকাল মঙ্গলবার সকালে সিলেট নগরীর বেশ কয়েকটি স্কুল-কলেজে গিয়ে দেখা যায়, আনন্দ-উচ্ছ্বাসে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করছে শিক্ষার্থীরা। পুরোদমে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে। পাঠদান শুরুর আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হয় উৎসাহ ও আনন্দমূলক নানা অনুষ্ঠান। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ফুল-চকলেট দিয়েও বরণ করা হয়েছে শিক্ষার্থীদের।

সকালে নগরীর সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শরীরের তাপমাত্রা মাপার পর শিশুশিক্ষার্থীদের বিদ্যালয়ের মূল ফটকের ভেতরে ঢোকানো হচ্ছে। এরপর শিক্ষার্থীরা হাত ধুয়ে বা জীবাণুমুক্ত করে ক্লাসে প্রবেশ করছে। এর আগে বিদ্যালয় খোলার আনন্দ ও শ্রেণিকক্ষে ফেরার আগ্রহ নিয়ে নির্দিষ্ট সময়ের আগে আগেই অনেকে স্কুলের ফটকের সামনে এসে জড়ো হয়েছিল। শিক্ষার্থীদের প্রবেশ করিয়ে বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন অভিভাবকেরা।

এদিকে পুরোদমে স্কুল-কলেজে শ্রেণিশিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের পাশাপাশি খুশি তাদের শিক্ষকেরাও। নগরীর কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা দে বলেন, ‘দীর্ঘদিন পর সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শুরু হওয়ায়। শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণ। যথাযথ বিধি মেনেই আমরা পাঠদান শুরু করছি। তাই অন্য রকম এক ভালো লাগা কাজ করছে সবার মাঝে।

আশা করি এখন সবকিছু স্বাভাবিকভাবে চলবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ