কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজ হওয়ার ১৪ দিন পরও সন্ধান মেলেনি আবদুল হাসিমের। নিখোঁজ আবদুল হাসিম উপজেলার চান্দপুর ইউনিয়নের চান্দপুর তেতুইতলা গ্রামের বাসিন্দা। স্বজনেরা বলছেন, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। গত ৭ ডিসেম্বর সকালে বাড়ি থেকে কটিয়াদী বাজারে এসে, আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজি করে না পেয়ে, তাঁর পরিবারের লোকজন গত ১০ ডিসেম্বর কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুল হাসিমের পড়নে সাদা রঙ্গের লুঙ্গি, পাঞ্জাবি ও কালো চক্করের খয়েরি রঙ্গের জ্যাকেট, মাথায় নীল রঙ্গের টুপি ছিল।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম শাহাদৎ হোসেন বলেন, ‘নিখোঁজ হাসিমকে এখনো খোঁজে পাওয়া যায়নি। তবে তাঁর হদিস জানতে আমাদের চেষ্টা চলছে।’