হোম > ছাপা সংস্করণ

নাটোরে ইমো হ্যাকিংয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

লালপুর (নাটোর) প্রতিনিধি

ইমো হ্যাকিংয়ের অভিযোগে নাটোরের লালপুর থেকে চার যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ভেল্লাবাড়িয়া মাজারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ভেল্লাবাড়িয়া রামকৃষ্ণপুর গ্রামের মো. তন্ময় আলী (২১), মহারাজপুর গ্রামের মো. সোহেল আলী (২২), জোতগরি গ্রামের মো. রুহুল আমিন (২০) ও সৌরভ কুমার সরকার (২১)। এ সময় সিম কার্ডসহ সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রাজশাহীর নাটোর ক্যাম্পের কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি অপারেশন দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ইমো হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন বলেও র‍্যাব সূত্র জানিয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, এ ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে গ্রেপ্তার যুবকদের নাটোর জেলহাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় র‍্যাব, পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানে এ পর্যন্ত ১৪২ জন ইমো হ্যাকারকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ