বাছাইপর্বের বাধা পেরিয়ে প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। জিম্বাবুয়েতে বাতিল হওয়ার আগে বাছাইপর্বে চার ম্যাচের তিনটিতে জিতে এই বিশ্বকাপের টিকিট পেয়েছেন সালমা-নিগাররা। বাছাইপর্বের আগে জিম্বাবুয়ের বিপক্ষে একটি সিরিজ খেলার সুযোগ পেয়েছিলেন তাঁরা। এর আগে প্রায় দেড় বছর আন্তর্জাতিক ম্যাচ ছিল না বাংলাদেশের মেয়েদের।
ছেলেদের দলের যেমন ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) থাকে, মেয়েদের এটা দেখা যায় না বললেই চলে। এবার নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাওয়ার আশা করতে পারে বাংলাদেশ নারী দল। ছেলেদের মতো মেয়েদের জন্যও তৈরি হচ্ছে এফটিপি। গতকাল শনিবার মিরপুরে এই খবর জানিয়েছেন নাজমুল হোসেন পাপন। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে বিসিবি সভাপতি বলেছেন, ‘মেয়েরা অসাধারণ খেলেছে (বিশ্বকাপ বাছাইপর্বে)। তারা আগেও ভালো করেছে। আমরা আইসিসিতে কথা বলেছি, মেয়েদের জন্য এখন এফটিপি হয়ে যাচ্ছে। কে কখন কার সঙ্গে খেলবে, ছেলেদের মতো মেয়েদেরও আইসিসি থেকে করে দিচ্ছে।’