নির্ভার রিয়াল, সেমির স্বপ্ন নাপোলিরশিষ্যদের নিয়ে ইতিমধ্যে লন্ডনে পৌঁছে গেছেন কার্লো আনচেলত্তি। গতকাল মাদ্রিদ থেকে উড়াল দেওয়ার সময় বিমানে বেশ হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলেছেন করিম বেনজেমারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সেসব ছবি-ভিডিও পোস্ট করে রিয়াল মাদ্রিদও জানিয়ে দিয়েছে, চেলসির বিপক্ষে চাপমুক্ত হয়ে মাঠে নামবে তারা।
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ২-০ গোলের জয়, আর ‘প্রিয়’ প্রতিযোগিতা বলে কথা! ফিরতি লেগ স্ট্যামফোর্ড ব্রিজে হলেও নিজেদের হারিয়ে খোঁজা চেলসির বিপক্ষে লস ব্লাঙ্কোসরাই যে ফেবারিট, সেটি যে কেউ চোখ বন্ধ করে বলে দেবে। কিন্তু ফুটবলে শেষ বলে যে কিছুই নেই, সেটি অজানা নয় আনচেলত্তির। সেমিফাইনাল নিশ্চিত করতে সতর্ক থাকতেই হচ্ছে তাঁকে।
ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও আপাতত ম্যাচ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছেন না। গ্রাহাম পটার বরখাস্ত হওয়ার পর দ্বিতীয় মেয়াদে চেলসির দায়িত্ব নিয়েছেন তিনি। কিন্তু ল্যাম্পার্ড এসেও ব্লুজদের জয়ে ফেরাতে পারেননি। তাঁর অধীনে গত তিন ম্যাচের তিনটিতেই হেরেছে চেলসি। তবে রিয়ালের বিপক্ষে প্রথম লেগে হারলেও এখনো শেষ চারের আশা ছাড়েনি চেলসি। গতকাল ল্যাম্পার্ডের সঙ্গে সংবাদ সম্মেলনে এসে ব্লুজদের গোলরক্ষক কেপা আরিজাবালাগা বলেছেন, ‘আমরা অতিরিক্ত কিছু চিন্তা করছি না। আত্মবিশ্বাসী এবং উপভোগ করছি। আমাদের আরও ভালো করতে হবে।’